বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচার রোধে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার যাদবপুর কানাইডাংগা এলাকায় ভারত থেকে অবৈধ মালামাল আনার সময় ২০-২২ জন চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি গুলি বর্ষণ করে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর ৫টার সময় মহেশপুর যাদবপুর বিওপির তিনটি বিশেষ টিম কানাইডাংগা বিল সংলগ্ন সীমান্ত পিলার ৫০ হতে ৫১ টহল দিচ্ছিল। এসময় ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে ২০-২২ জন চোরাকারবারী কানাইডাংগা সীমান্তের দিকে আসতে থাকে।

সে সময় নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের সঙ্গে থাকা টহল দল চোরাকারবারীদের ধরতে অভিযান চালায়। মাদক বহনকারীদের পারাপারে সহযোগিতা করতে ৬-৭ জন অস্ত্রসহ বিজিবির পথ রোধ করে। তারা দেশি অস্ত্র নিয়ে বিজিবির দিকে এগিয়ে এলে, টহল কমান্ডার তাদের সতর্ক করেন। তখন চোরাকারবারীরা কয়েকটি দেশি অস্ত্র বিজিবি টহলের দিকে ছুড়ে মারে। এই পরিস্থিতিতে প্রথমে টহল কমান্ডার এক রাউন্ড ফাঁকা ফায়ার করেন।

অন্যদিকে ১৪-১৫ জন বস্তায় মালামাল নিয়ে পালাতে গেলে টহল দল তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষণ করে। চোরাকারবারীদের কয়েকজন তাদের সঙ্গে থাকা অবৈধ মালামাল বোঝায় বস্তা বিলের পানিতে ফেলে পালিয়ে যান।

টহল দল ১৬ বস্তা ফেন্সিডিল, একটি হাসুয়া এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।

Facebook
Twitter
LinkedIn
Print