বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

জামালপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দিপপাইতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বালুবোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার নখদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির। আমজাদ ফকির আহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ঢাকামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক আব্দুর রাজ্জাক, যাত্রী আমজাদসহ চার জন নিহত হয়। এ সময় মুমূর্ষু অবস্থায় ওই সিএনজির আরও দুই যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালক পালিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহত সিএনজি চালক আব্দুর রাজ্জাকের বাড়ি জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের কামালখান এলাকায় এবং যাত্রী আমজাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলায়। নিহত অপর দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
Print