বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘এখন টিভির’ সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন

বেসরকারি টেলিভিশন ‘এখন টিভির’ রাজশাহী ব্যুরোর সাংবাদিক মাসুমা মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৪ ফেব্রুয়ারি সকালে কুমিল্লায় শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন মাসুমা ও তার স্বামী। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রজাহান হোটেলের উল্টো দিকে একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক, মাসুমা ইসলাম ও তার স্বামী গুরুতর আহত হন।

প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন টিভির সাংবাদিক হাসান রাজিব বলেন, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা থেকে মাসুমার মরদেহ গ্রামের বাড়ি নাটোরে গুরুদাসপুর আনা হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মাসুমা আক্তার ২০২৪ সালে ‘এখন টিভি’র রাজশাহী ব্যুরোতে যোগ দেন। এর আগে তিনি রাজশাহীর স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘বাংলার জনপদ’-এ কাজ করতেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
Print