বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তারের এক রিপোর্টে শেষ হয়ে গেল নিলয়ের সব স্বপ্ন!

ছোট পর্দার বর্তমান সময়ের দুই প্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। নাটকে একসঙ্গে কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। বছরের প্রায় সব সময়ই একসঙ্গে নতুন নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সেই ধারবাহিকতার ভালোবাসা দিবসে সাত দিন আগে পরে শিরোনামের নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তারা।

সামান্য মাথা ব্যাথাই যে রিজভীর জীবনে এত পরিবর্তন করে দিবে, তা সে কখনও ভাবতেও পারে নি। রিজভী ডাক্তারের কাছ থেকে জানতে পারে সে আর ৭ দিন বাঁচবে। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু ডাক্তার তাকে গ্যারান্টি দিয়ে মৃত্যুও সংবাদটা দেয়। কি করবে রিজভী এই সাত দিনে। কত স্বপ্ন তার মনে। ১০ দিন পর প্রেমিকা নীলার সাথে তার বিয়ে। সুখের সংসার হবে। নীলা আর বাবা- মাকে নিয়ে তার বোনা সব স্বপ্নই যেন এক রিপোর্টে শেষ। চলতে থাকে নানা মজার ঘটনা। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

হামেদ হাসান নোমান হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। নিলয়-হিমি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, চিত্র লেখা গুহ, রকি, ইমরান, মারুফ মিঠু, রোশনী সহ অনেকে। ভালোবাসা দিবসে নাটকটি বেসরকারি টেলিভিশন আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে।

Facebook
Twitter
LinkedIn
Print