বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া

নিজ বাড়িতে হামলার শিকার হলেন ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দিতিকন্যা।

এ সময় হামলাকারীরা দিতিকন্যা লামিয়ার গাড়ি ভাঙচুর করেছে। হামলায় পায়ে আঘাত পেয়েছেন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে সবার কাছে সাহায্য চাইতে দেখা গেছে তারকাকন্যাকে।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত ব্যাপারে লামিয়ার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন তার বাড়িতে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে তিনি জানান, জমি দখলের চেষ্টায় তার ওপর হামলা করা হয়েছে। এতে তার পা ভেঙে গেছে। কোনোরকম প্রাণে বেঁচে ঢাকায় ফিরেছেন দিতিকন্যা।

হামলার ঘটনার পরপরই ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।’ অন্য একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?’

তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কারও নাম ও পরিচয় জানাননি তারকাকন্যা লামিয়া। এমনকি এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, সেটিও জানাননি তিনি।

Facebook
Twitter
LinkedIn
Print