বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে ড্রিল মেশিন অর্ডার করে ফ্রাঙ্কলিন হাতে পেলেন ড্রিল মেশিনের ছবি

দৈনন্দিন জীবনে মানুষ অনলাইন কেনাকাটায় বেশ অভ্যস্ত হয়ে পড়েছে। সময় বাঁচাতে অনলাইন কেনাকাটাকেই বেছে নেন অনেকেই। তবে প্রতারণার স্বীকার ও হচ্ছেন অনেকে। অর্ডার করেন একটা, পন্য পান আরেকটা।

তবে সবকিছু ছাড়িয়ে গেছে এই ঘটনা। অনলাইনে ড্রিল মেশিন অর্ডার করে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা সিলভেস্টার ফ্রাঙ্কলিন পেয়েছেন ড্রিল মেশিনের ছবি। খবর নিউ ইয়র্ক পোস্ট।

তিনি চীনভিত্তিক অনলাইন স্টোর ‘আলীএক্সপ্রেস’-র মাধ্যমে একটি ড্রিল মেশিন অর্ডার করেছিলেন। পণ্যের প্যাকেট খুলে একদম হতভম্ব হয়ে যান তিনি। পন্য তো হাতে মেলেই নি। বরং প্যাকেটের ভেতর পেলেন সেই অর্ডরকৃত ড্রিল মেশিনের ছবি।

৬৮ বছর বয়সী ফ্রাঙ্কলিন জানান, গত বছরের নভেম্বরে আলীএক্সপ্রেসে ৪০ মার্কিন ডলারে একটি ডিআইওয়াই অ্যাপলায়েন্স (ড্রিল মেশিন) ও একটি প্রেশার ওয়াসার অর্ডার করেছিলেন। পণ্যের স্বল্প মূল্য দেখেই তিনি অর্ডার করেছিলেন। কয়েক সপ্তাহ পর ডিসেম্বরের শেষ দিকে ফ্রাঙ্কলিন তাঁর পণ্য হাতে পান। মোড়ক খুলে ভেতরে একটি ভাঁজ করা কাগজ দেখতে পান। ভাঁজ খুলে দেখেন, তিনি যে পণ্য অর্ডার করেছেন, সেগুলোর প্রিন্ট করা ছবি।

ক্ষুব্ধ ফ্রাঙ্কলিন বলেন, ‘আমি প্রায় ৪০ ডলার দাম দিয়েছি। আমি যা হাতে পেয়েছি, তা হলো, ড্রিল মেশিনের একটি ছবি এবং একটি স্ক্রু। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমি সোজা তাদের সঙ্গে যোগাযোগ করে আমার টাকা ফেরত চাই। এটা ভালো নয়। এটা খুব খারাপ। এ সবকিছুই খারাপ। আমি কী বোঝাতে চাইছি, সেটা আপনি বুঝতে পারছেন তো?’

এভাবে প্রতারিত হওয়ার পর ফ্রাঙ্কলিন আলীএক্সপ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তাঁর অর্থ ফেরত পাওয়া নিয়ে কোনো বার্তা তিনি পাননি।

ফ্রাঙ্কলিনের প্রতারিত হওয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ একইভাবে তাঁদের প্রতারিত হওয়ার গল্পও জানাচ্ছেন। কেউ কেউ এটা নিয়ে মজা করছেন। কেউ কেউ আবার কেন তিনি ভরসা করা যায় না, এমন একটি ওয়েবসাইটে পণ্য অর্ডার করেছেন, তা নিয়ে ফ্রাঙ্কলিনকে খোঁচা দিতেও ছাড়ছেন না।

Facebook
Twitter
LinkedIn
Print