বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সাত কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকার মিরপুর সড়ক অবরোধ করেন। পরে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা।

অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা এবং টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, ২১ দিন আগে সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবিতে জমা দেয়া স্মারকলিপির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সাত কলেজের শিক্ষার্থীরা। ওই সময় অধ্যাপক মামুসহ কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন। এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. সাত কলেজের ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ সেশন থেকেই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Print