বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জন বর্তমানে গুলশান থানা হেফাজতে রায়েছেন।

গুলশান থানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

গুলশান থানা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অন্যতম রিয়াদ নামে এক তরুণ, যিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচয় দিতেন এবং চক্রটির নেতৃত্বে ছিলেন। সম্প্রতি তিনি ও তার সহযোগীরা এক সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে। এর কিছুদিন পর ওই বাসায় আবার গিয়ে তারা ১০ লাখ টাকা আনার কথাও বলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চাঁদা তোলার চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় গুলশান থানা পুলিশ পাঁচজনকে আটক করে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
Twitter
LinkedIn
Print