বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ বছর পর আবারও আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আরাফাত সানির বোলিংয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। অ্যাকশন বদলে পরবর্তীতে ফিরে আসেন এই টাইগার স্পিনার। প্রায় ৯ বছর পর আবারও তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ শেষে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানা যায়। তবে প্লে-অফের আগেই সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল বলে জানিয়েছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

দেশের একটি গণমাধ্যমকে রকিবুল হাসান বলেন, ‘লিগ পর্বের শেষ ম্যাচে (চিটাগং কিংস-ফরচুন বরিশাল) সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। আগামী সাত দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ফেল করলে ফের তার বোলিং নিষিদ্ধ হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।’

প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তবে হারলেও ফাইনালে খেলার সুযোগ থাকছে চিটাগাংয়ের। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে বন্দর নগরীর দলটি। এই ম্যাচে সানির খেলতে কোনো বাধা নেই। এবারের বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

Facebook
Twitter
LinkedIn
Print