বুধবার | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিচারপতি মানিকের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর খবর গুজব। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Print